
একটি থ্রিলার উপন্যাসিকা
নাফে মোহাম্মদ এনাম
এ উপন্যাসিকাটি আসলে একটা বড় গল্প।সেই সময় হাতে তেমন ভাল পান্ডুলিপি নাথাকায় এটাকেই বই আকারে প্রকাশ করতে হয়।আমার লেখা প্রথম এবং শেষ রোমান্টিক থ্রিলার।আর কখনো এমন লেখা প্রকাশ করার ইচ্ছে নেই।হরর গল্পকার হিসেবেই প্রতিষ্ঠা পেতে চাই।বইটা ছাপা হয়েছে অফসেট কাগজে।
নিচে তথ্যদেয়া হল:
প্রকাশকাল: ২০০৭ইং
স্বত্ত্ব: লেখক
প্রচ্ছদ: লেখক
পৃষ্ঠা: ৩২
দাম: ৩৫.০০ টাকা
বইটি পাবেন বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে।
এছাড়া বইটি থাকছে:
অথবা
1 comment:
সত্যি কথা বলতে আপনার সাইটে রঙের জন্য দেখতে অসুবিধা হচ্ছে।
আমার ব্লগ সাইট http://mehdiakram.wordpress.com
Post a Comment